২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S23 Ultra
দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং তাদের গ্যালাক্সি এস২৩ সিরিজ লঞ্চ করতে যাচ্ছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে। বরাবরের মতো এবারো স্যামসাং তাদের এস২৩ সিরিজ দিয়ে ইতোমধ্যে টেক প্রেমিদের মনে অনেক গুঞ্জন তৈরি করছে । স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা। অনেকের মতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা গত বছর রিলিজ হওয়া স্মার্টফোন অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্সের সরাসরি প্রতিদ্বন্দ্বী। চলুন দেখে নেয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রার উল্লেখযগ্য কিছু দিক।
প্রথমবারের মতো স্যামসাং তাদের কোনো স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে থাকছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এর আগে স্যামসাং তাদের গ্যালাক্সি এস২০ আলট্রা, গ্যালাক্সি এস২১ আলট্রা এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করেছিল। ২০০ মেগাপিক্সেলের মেইন সেন্সর ছাড়াও আরো ৩ টি ব্যাক ক্যামেরা রয়েছে গ্যালাক্সি এস২৩ আলট্রাতে। সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে ১০ মেগাপিক্সেল, ১০ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেল। এছাড়াও এতে থাকছে আগের চেয়েও দ্রুতগতি সম্পন্ন অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা-তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং-এর নিজস্ব এক্সাইনোস ২১০০ সিরিজ এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ যা এই মুহুর্তে বাজারের সেরা মোবাইল প্রসেসর। ব্যবহারকারীরা তাদের অঞ্চলভেদে ও তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ করে নিতে পারবেন দুটি ভ্যারিয়েন্ট থেকে। এ ছাড়াও জিপিইউ হিসেবে থাকছে এড্রিনো ৭৪০ ।
র্যাম হিসেবে গ্যালাক্সি এস২৩ আলট্রা-তে থাকছে ৮ এবং ১২ জিবির সুবিধা এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১টিবির সুবিধা । ব্যবহারকারিরা তাদের প্রয়োজন ও পছন্দমতো বাছাই করে নিতে পারবেন তাদের পছন্দের ডিভাইস!
গ্যালাক্সি এস২৩ আলট্রা-তে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি ও ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এর সুবিধা! এ ছারাও এতে রয়েছে ১০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং।
আগামী পহেলা ফেব্রুয়ারি সারাবিশ্বে একযোগে লঞ্চ করা হলেও বাংলাদেশের বাজারে আসতে কিছুটা সময় লাগতে পারে। গ্যালাক্সি এস২৩ আলট্রার দাম বাংলাদেশের প্রায় বাজারে ১২০০০০ থেকে ১৫০০০০ এর ভিতর হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
No comment